খুলনায় যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু

৫ দিন আগে
খুলনায় বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘শিক্ষিত কর্মপ্রত্যাশী বেকার যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প’-এর আওতায় ৪র্থ ব্যাচের তিন মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে কুয়েট আইটি পার্কে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রশিক্ষণ কোর্স শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুয়ালি এ কোর্সের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব উল আলম।
আব্দুল্লাহ আল মামুন রুবেল। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মোঃ সাইফুজ্জামান, মাননীয় উপদেষ্টার একান্ত সচিব ও যুগ্মসচিব জনাব মোঃ আবুল হাসান এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব জনাব মোঃ মানিকহার রহমান।

 

আরও পড়ুন: ৪৮ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০০

 

খুলনা ভেন্যু কুয়েট আইটি পার্কে সরাসরি উপস্থিত ছিলেন খুলনা জেলার উপপরিচালক জনাব মোঃ মোস্তাক উদ্দীন, সহকারী পরিচালক জনাব মোঃ পারভেজ মোল্যা, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষক ও অন্যান্য কর্মকর্তারা।

 

এই প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে দেশের ৪৮ জেলার শিক্ষিত বেকার যুবরা তিন মাস মেয়াদী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। প্রশিক্ষণ শেষে তাদেরকে অনলাইনভিত্তিক আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই এ উদ্যোগ নেয়া হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন