খুলনায় ভোক্তা অধিকারের অভিযান, ২৫ প্রতিষ্ঠানকে ২ লাখ ১৭ হাজার টাকা জরিমানা

২ সপ্তাহ আগে
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের খুলনা বিভাগীয় ও বিভিন্ন জেলা কার্যালয়ের দিনব্যাপী অভিযানে মোট ২৫টি প্রতিষ্ঠানকে ২ লাখ ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) ১০টি টিম একযোগে তদারকিমূলক অভিযান পরিচালনা করে।

 

জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে কহিনুর মেডিকেল হলকে ৪ হাজার টাকা এবং খালিশপুর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিকের নেতৃত্বে একই এলাকায় আনবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খুলনা ফুড প্রোডাক্টস ও আনোয়ার স্টোরকে খাদ্যপণ্যে অনিয়ম ও মোড়কবিধি লঙ্ঘনের দায়ে মোট ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

 

খুলনা জেলার তেরখাদা উপজেলার ছাগলাদহ ও কুমিরডাঙ্গা বাজারে সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে পরিচালিত অভিযানে পায়েল মিষ্টান্ন ভাণ্ডার, আল্লাহর দান মিষ্টান্ন ভাণ্ডার, কাশেম ফুড, বর্ষা মেডিকেল হল ও বাবুল স্টোরকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মাগুরা জেলায় সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে বেরইল বাজারে মেসার্স মাম্পি ভাণ্ডারকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য বিক্রি ও পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। কুষ্টিয়ার মিরপুরে সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে মন্ডল স্টোর, মল্লিক ফার্মেসি ও অমিত ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আরও পড়ুন: নিষেধাজ্ঞার মাঝেই চলছে ইলিশ শিকার, পদ্মাপাড়ে হাট বসিয়ে বিক্রি!

 

বাগেরহাটে সহকারী পরিচালক শরিফা সুলতানার নেতৃত্বে মোড়লগঞ্জ বাজারে তরফদার মেডিকেল ও ফাহাদ মেডিকেলকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার এলাকায় সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে মেসার্স বনানী স্টোরকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

যশোরে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে ঘোষ ডেইরি নামের এক প্রতিষ্ঠানকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহের মহেশপুরে সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে মলি ট্রেডার্স ও আমান বীজ ভাণ্ডারকে নির্ধারিত মূল্যের অধিক দামে পণ্য বিক্রি ও মোড়কবিধি লঙ্ঘনের অভিযোগে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

চুয়াডাঙ্গায় সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার নিলমনিগঞ্জ ও আমিরগঞ্জ বাজার এলাকায় বিসমিল্লাহ হোটেল, মুক্তা মিষ্টি হোটেল, মোস্তফা ট্রেডার্স, ভাই ভাই ট্রেডার্স ও ব্রাদার্স ট্রেডার্সকে খাদ্যপণ্য উৎপাদনে অনিয়ম ও যথাযথ পণ্য সরবরাহ না করার কারণে ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, ব্যবসায়ীদের বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন