খুলনায় বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে যুবককে হত্যা

১ সপ্তাহে আগে
খুলনা মহানগরীতে বাড়িতে ঢুকে মনোয়ার হোসেন টগর (২৭) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। 

 

নিহত টগর ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে এবং পেশায় একজন রঙের ঠিকাদার ছিলেন।

 

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, রাতে তিনজন যুবক টগরের বাড়িতে যায়। তার বাবা দরজা খুলে দিলে, তারা নিজেদের পূর্বপরিচিত দাবি করে ঘরে ঢোকে। এরপর কিছু বোঝার আগেই তারা টগরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 

আরও পড়ুন: টানা বৃষ্টিতে খুলনায় এক মাসে ক্ষতি ২২ কোটি টাকা

 

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা টগরের বুকের ডান পাশে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

 

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা টগরের পূর্বপরিচিত। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন