খুলনায় নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

১ সপ্তাহে আগে
খুলনা শিপইয়ার্ডের ১নং জেটির পাশে নদীর তীরে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিরাপত্তা রক্ষীরা মরদেহটি দেখতে পেয়ে শিপইয়ার্ড কর্তৃপক্ষকে অবহিত করেন।

 

পরবর্তীতে শিপইয়ার্ড কর্তৃপক্ষ লবণচরা থানা পুলিশকে জানালে থানা ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

 

আরও পড়ুন: খুলনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫

 

তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

 

এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার মাসুম বলেন, ‘একটি মরদেহ নদীতে ভেসে আসে। আমরা ঘটনাস্থল থেকে নৌ পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন