মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিরাপত্তা রক্ষীরা মরদেহটি দেখতে পেয়ে শিপইয়ার্ড কর্তৃপক্ষকে অবহিত করেন।
পরবর্তীতে শিপইয়ার্ড কর্তৃপক্ষ লবণচরা থানা পুলিশকে জানালে থানা ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: খুলনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫
তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার মাসুম বলেন, ‘একটি মরদেহ নদীতে ভেসে আসে। আমরা ঘটনাস্থল থেকে নৌ পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।’
]]>