মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফুলতলা থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন: সাইফুল, রুমান মোল্যা ও নাসির খান।
আরও পড়ুন: খুলনায় গণপিটুনিতে যুবক নিহত
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ‘গত শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ফুলতলার জামিরা বাজারে চাঁদাবাজির ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী এক যুবককে মারধর করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ১৩ জনের নাম উল্লেখ করে সোমবার (২২ সেপ্টেম্বর) হত্যা মামলা দায়ের করেন। আজ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’