শনিবার (২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনিসুজ্জামান জানান, শুক্রবার (১ আগস্ট) ভোরে তেরখাদা থানার আটলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত গোলাম রসুল ভুক্তভোগী গৃহবধূর আত্মীয়। তিনি দীর্ঘদিন ধরে ওই নারীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৯ জুলাই দুপুরে সুযোগ বুঝে তিনি ভুক্তভোগীর বসতঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।
এ ঘটনায় পরদিন শুক্রবার তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) অনুযায়ী মামলা রুজু করা হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক কারাগারে
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ভুক্তভোগী গৃহবধূর স্বামীর খালাতো ভাই তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। রাজি না হওয়ায় সুযোগ বুঝে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।