সোমবার (২১ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক) কর্তৃপক্ষ।
মৃত দীপা রায় খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: করোনায় ফের মৃত্যুর দুঃসংবাদ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ডেঙ্গু-করোনা ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াত জানান, রোববার (২০ জুলাই) বিকেলে দীপার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে খুমেকে স্থানান্তর করা হয়। সেদিনই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে সোমবার ভোর ৩টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকদের মতে, করোনার প্রকোপ আগের তুলনায় কমলেও সংক্রমণ এখনও পুরোপুরি থামেনি। তাই উপসর্গ দেখা দিলে যথাযথ পরীক্ষা ও সতর্কতা গ্রহণের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
]]>