স্মরণসভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
বক্তব্য রাখেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে ও আশরাফুল ইসলাম নূর, সিনিয়র সদস্য গৌরাঙ্গ নন্দী, সদস্য এইচ এম আলাউদ্দিন, আনোয়ারুল ইসলাম কাজল, রকিব উদ্দিন পান্নু, শেখ লিয়াকত হোসেন, এস এম ইয়াসীন আরাফাত রুমী প্রমুখ।
আরও পড়ুন: তথ্য চাইতেই সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিতে চান প্রকল্প কর্মকর্তা!
অনুষ্ঠানে সাংবাদিক হুমায়ুন কবীর বালুসহ অন্যান্য প্রয়াত সাংবাদিকদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে করা হয় দোয়া।
এর আগে খুলনা প্রেস ক্লাব চত্বরে শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাব সদস্য, স্থানীয় সাংবাদিক, নাগরিক সমাজ এবং রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্যারোলে মুক্তি পেয়ে মাকে শেষ বিদায় দিলেন সাংবাদিক ফারজানা, সঙ্গে ছিলেন শাকিল
প্রসঙ্গত, ২০০৪ সালের ২৭ জুন খুলনার ইসলামপুর রোডে নিজ কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় হুমায়ুন কবীর বালু নিহত হন।
]]>