খুলনায় ঈদের জামাত অনুষ্ঠিত, দেশ ও জাতির শান্তি কামনা

৩ সপ্তাহ আগে
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের নামাজ শেষে দেশ ও দশের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা মো. সালেহ।

 

বৈরী আবহাওয়ার কারণে সার্কিট হাউস ময়দানের পরিবর্তে খুলনা টাউন জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজে খুলনা বিভাগ ও জেলা পর্যায়ে বিভিন্ন দফতরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ আপামর জনসাধারণ অংশ নেন।

 

আরও পড়ুন: ত্যাগের মহিমার পবিত্র ঈদুল আজহা আজ

 

এছাড়া সকাল সাড়ে আটটায় ও দশটায় আরও দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়‌। এর বাইরে সকাল সাড়ে সাতটায় খুললে আলিয়া মাদ্রাসা, বাইতুন নূর জামে মসজিদসহ নগরীর ৩১টি ওয়ার্ড এবং ৯টি উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাতে মুসল্লীরা নামাজ আদায় করেছেন। নামাজ শেষে দেশ ও দশের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

এসময় মুসল্লিরা বলেন, নামাজ শেষে রাব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়া হয়েছে। তিনি যেন আমাদের সবাইকে ভালো রাখেন এবং আগামীতে এই দেশ শান্তিময় হয়। দেশ যেন সম্প্রীতির হয় ও উন্নয়নের সঠিক লক্ষ্যে পৌঁছে যায়।

]]>
সম্পূর্ণ পড়ুন