খুলনায় আ.লীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

৩ সপ্তাহ আগে
খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীকে (৭০) স্থানীয় জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

শনিবার (১৪ জুন) দুপুরে খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট বাজারে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন লিয়াকত আলী। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়াও স্থানীয়ভাবে তার বিরুদ্ধে নানা অভিযোগ ও ক্ষোভ দীর্ঘদিনের। সম্প্রতি তিনি একটি মামলায় জামিনে মুক্তি পান।


আরও পড়ুন: কমলনগরে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনতাই, পুলিশ ‘অবরুদ্ধ’


স্থানীয়দের ভাষ্য, ফুলবাড়ীগেট বাজারে আসার পর জনসাধারণের একাংশ ক্ষুব্ধ হয়ে তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে তাকে মারধর করে থানায় সোপর্দ করে।


খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন সময় সংবাদকে বলেন, ‘স্থানীয়রা লিয়াকত আলীকে গণধোলাই দিয়ে আমাদের হেফাজতে দেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি একটি মামলায় জামিনে বের হয়েছেন। বর্তমানে তিনি থানায় হেফাজতে আছেন।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন