দুম্বাটি এনেছেন নগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকার এনামুল হক সজীব। তিনি জানান, তার ভাই মো. জাহাঙ্গীরের খামারে বর্তমানে চারটি দুম্বা রয়েছে। শখ থেকে শুরু হওয়া দুম্বা পালনের এই যাত্রায় এবার কোরবানির জন্য আনা হয়েছে একটি দুম্বা। দাম চাওয়া হয়েছে ২ লাখ ১০ হাজার টাকা।
হাটে ঘুরতে আসা ইসলাম হোসেন বলেন, খুলনার কোনো পশুর হাটে আগে দুম্বা দেখিনি। ঢাকাসহ দেশের অন্য বড় শহরগুলোর হাটে দুম্বা উঠলেও এখানে এবার প্রথম দেখলাম। যেহেতু সংখ্যা একেবারেই কম, তাই দামটা একটু চড়া বলেই মনে হচ্ছে।
আরও পড়ুন: খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়
প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবারও খুলনা সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীর জোড়াগেটে বসেছে কোরবানির পশুর হাট। গত ১ জুন হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।
]]>