খুলনার সাবেক ওসি কারাগারে : আদালতে পচা ডিম নিক্ষেপ, বিক্ষোভ

৩ সপ্তাহ আগে
বিএনপি নেতা ফখরুল আলমকে মারধর করে একটি চোখ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় খুলনা সদর থানার সাবেক আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববা২৩র খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার আত্মসমর্পণের পর তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আত্মসমর্পণের সময় আদালত চত্বরে উত্তেজনা দেখা দেয়। বিএনপির নেতাকর্মীরা সাবেক ওসিকে লক্ষ্য করে পচা ডিম ও আম ছোড়ে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।


মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি খুলনার কে ডি ঘোষ রোডে বিএনপির এক সমাবেশে পুলিশ লাঠিচার্জ করলে, অভিযোগ রয়েছে—তৎকালীন ওসি মামুন নিজ হাতে বিএনপি মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলমকে বেধড়ক মারধর করেন। লাঠির আঘাতে ফখরুলের একটি চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। এ ঘটনায় ২০২৪ সালের ১৯ আগস্ট তার বিরুদ্ধে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন ফখরুল।

আরও পড়ুন: খুলনায় ওয়াসা শ্রমিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রোববার মামলার শুনানিকালে উচ্চ আদালতের জামিনে থাকা ওসি মামুন খুলনা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। তার আইনজীবীরা জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ তা বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


জানা গেছে, কারাগারে যাওয়ার আগে ওসি হাসান আল মামুন জামালপুর জেলার মাদারগঞ্জ মডেল থানায় দায়িত্ব পালন করছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন