খুলনার বিপক্ষে প্রতিশোধ নিয়ে টেবিলের দুইয়ে চিটাগং

২ সপ্তাহ আগে
খুলনা টাইগার্সের বিপক্ষে হার দিয়ে এবারের আসর শুরু করেছিল চিটাগং কিংস। মিরপুরের সে হারের প্রতিশোধ তারা তুলে নিলো নিজেদের ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বিপিএলে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে খুলনাকে ৪৫ রানের ব্যবধানে হারিয়েছে চিটাগং। ২০১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানে থামে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন দারউইশ রাসুলি। চিটাগংয়ের হয়ে ২৫ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন আরাফাত সানি।

 

এ জয়ে ফরচুন বরিশালকে পেছনে ফেলে ফের টেবিলের দুইয়ে উঠে আসলো চিটাগং। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ৮। অন্যদিকে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে খুলনা।

 

বিপিএলের একাদশ আসরের শুরুতেই মিরপুরে চিটাগংকে হারিয়েছিল খুলনা। এরপর দলটিকে আর কেউ হারের স্বাদ দিতে পারেনি। টানা চার ম্যাচ জিতে এগিয়ে আছে প্লে অফের দৌড়ে।

 

আরও পড়ুন: আবারও মাঠে মেজাজ হারালেন তামিম, কেন?

 

প্রতিশোধ তুলে নেয়ার ম্যাচে চিটাগংয়ের বোলিং তোপে ক্রিজে শাসন চালাতে পারেননি খুলনার কোনো ব্যাটার। শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মোহাম্মদ ওয়াসিমের আগ্রাসন আর আরাফাত সানি ও আল ইসলামের ঘূর্ণির মুখে শুরু থেকেই চাপে থাকে খুলনা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন রাসুলি। এছাড়া মোহাম্মদ নেওয়াজ ২৫, আফিফ হোসেন ২০, মেহেদী হাসান মিরাজ ১৯ আর মাহিদুল ইসলাম অঙ্কন ১৮ রান করেন।

 

চিটাগংয়ের হয়ে আরাফাত ৩ আর শরিফুল ও খালেদ সমান ২টি করে উইকেট তুলে নেন।

 

এর আগে গ্রাহাম ক্লার্কের ১০১ রানের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রানের পুঁজি পেয়েছিল স্বাগতিকরা। ৫০ বলে ৭ চার ও ৬ ছক্কায় সাজানো ছিল গ্রাহামের ইনিংস। ২৯ বলে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন পারভেজ হোসেন ইমন।

 

আরও পড়ুন: মালিকের স্ত্রী বিদেশে থাকায় পারিশ্রমিক পেতে দেরি রাজশাহীর খেলোয়াড়দের!

 

খুলনার পক্ষে ২৯ রান খরচায় মোহাম্মদ নেওয়াজ আর ৩১ রান খরচায় সমান ৩টি করে উইকেট নেন সালমান ইরশাদ। ৪ ওভার বল করে সর্বোচ্চ ৫২ রান খরচ করলেও কোনো উইকেটের দেখা পাননি হাসান মাহমুদ।

 

]]>
সম্পূর্ণ পড়ুন