খুলনায় সু ফ্যাক্টরি লে আউট: শ্রমিকদের বিক্ষোভ, দ্রুত চালুর আশা মালিকপক্ষের

৪ দিন আগে
খুলনার দৌলতপুর জুট মিলের অবস্থিত সু ফ্যাক্টরি ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড লে আউট (সাময়িক বন্ধ) ঘোষণা করেছে কতৃপক্ষ। শনিবার (২৮ জুন) মিলগেটে এ সংক্রান্ত একটি নোটিশ টানিয়ে দেয়া হয় কোম্পানির পক্ষ থেকে।

নোটিশে জানানো হয় ২৬ জুন থেকে প্রতিষ্ঠানটি লে আউট ঘোষণা করা হয়েছে। এতে জানানো হয়, সু তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচা মালের প্রাপ্যতা না থাকায় এবং দেশের বাইরে থেকে তাদের অর্ডার ক্যানসেল হওয়ায় বাধ্য হয়ে লে আউট ঘোষণা করেছে।


এদিকে লে আউট ঘোষণা হওয়ায় প্রতিষ্ঠানে কাজ করা চার শতাধিক কর্মী কাজ হারালো। শনিবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা মিলগেটে হাজির হয়ে বিক্ষেভ করেন। পূর্ববর্তী কোন নোটিশ ছাড়া বন্ধ করে দেওয়া এবং পাওনা না দেয়ায় তারা বিক্ষোভ করেন।


পরবর্তীতের মালিক প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি ও কলকারাখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধির সমন্বয়ে করণীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, লে আউট হয়ে যাওয়ার পর শ্রম আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সব শ্রমিকের বকেয়া পরিশোধ করা হবে।


বিক্ষোভে অংশ নেয়া শ্রমিক মিজানুর রহমান বলেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়া এভাবে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া যায় না। আমরা কয়েকশ শ্রমিক হঠাৎ করেই বেকার হয়ে গেলাম। দ্রুত আমরা আমাদের সকল বকেয়ার টাকা ফেরৎ চাই।

আরও পড়ুন: কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে ফের সড়ক অবরোধ

ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার কোম্পানির মূল প্রতিষ্ঠান দৌলতপুর জুট মিলের ম্যানেজার মো. ইসহাক বলেন, ‘এখানে যে সু তৈরি হয়েছে, সেটা বায়াররা গ্রহণ করেননি, একই সঙ্গে নতুন সু তৈরির জন্য কোন কাঁচামাল পাওয়া যাচ্ছে না। নতুন অর্ডার না আসা পর্যন্ত প্রতিষ্ঠান চালানোর মতো সামর্থ নেই। তবে আমরা অবশ্যই দ্রুত এ মিলটি চালু করতে পারব বলে আশা করছি।’


কলকারাখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পরিদর্শন মো. হেমায়েত উদ্দিন বলেন, প্রতিষ্ঠান লে আউট ঘোষণা হলেও কর্মরত শ্রমিকরা তাদের চলতি মাসের বেতন ও অন্যান্য বকেয়া যাতে শ্রম আইন অনুযায়ী পায়, সেটি দেখা হবে। সমাঝতো সভায় আইন অনুযায়ী বকেয়া দেওয়ার কথা প্রতিষ্ঠানের মালিক পক্ষ জানিয়েছে।


উল্লেখ্য, খুলনা অঞ্চলের রাষ্ট্রায়াত্ব ৯টি পাটকলের একটি দৌলতপুর জুট মিল। ২০২২ সালে মিলটি বেসরকারিভাবে ইজারা নেয় ফরচুন গ্রুপ। পরবর্তীতে মিলের ভিতরেই প্রতিষ্ঠানটি একটি সু ফ্যাক্টরি চালু করে।

]]>
সম্পূর্ণ পড়ুন