কর্মসূচি কার্যকর করতে বুধবার (২৬ নভেম্বর) বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে মাঠপর্যায়ের শ্রমিকদের জরুরি দিকনির্দেশনা দিতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গৃহীত কর্মপরিকল্পনায় সবচেয়ে গুরুত্ব দিয়ে বলা হয়, আগামী ৭ দিনের মধ্যেই প্রতিটি ওয়ার্ডের সব ড্রেন, নালা, সড়ক ও জলাবদ্ধ স্থান শতভাগ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।
কর্মসূচির আওতায় প্রতিটি ওয়ার্ডে সকালে ৪ ঘণ্টা হ্যান্ড স্প্রে এবং বিকেলে ৪ ঘণ্টা ফগার মেশিন দিয়ে উড়ন্ত মশা নিধনের নির্দেশ দেওয়া হয়। শ্রমিকদের দায়িত্ব পালন আরও তদারকি করতে সুপারভাইজারদের মাঠে সক্রিয় ভূমিকা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়। কর্মকর্তারা বলেন, নিয়মিত স্প্রে ও ফগিং কার্যক্রমের পাশাপাশি ড্রেন থেকে জমে থাকা পচা পানি, আবর্জনা ও প্লাস্টিক অপসারণ অত্যন্ত জরুরি।
আরও পড়ুন: খুলনায় চাঞ্চল্যকর আলামিন হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার
সভায় জানানো হয়, শহরের বেশ কিছু এলাকায় বদ্ধ জলাশয়, দীর্ঘদিন ধরে অপরিষ্কার ড্রেন এবং বাসাবাড়ির আশপাশে ছড়িয়ে থাকা পানির পাত্র মশার বংশবিস্তারে বড় ভূমিকা রাখছে। তাই কেসিসি’র পাশাপাশি নাগরিকদেরও নিজেদের বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, বদ্ধ পানির পাত্র পরিষ্কার রাখতে আহ্বান জানানো হয়। ব্যক্তিগত ও সমষ্টিগত উদ্যোগ ছাড়া মশা নিয়ন্ত্রণ কঠিন হয়ে উঠবে বলে উল্লেখ করেন কর্মকর্তারা।
সভাপতিত্ব করেন কেসিসি’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান। সভায় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, মো. অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ সহকারী কনজারভেন্সি অফিসার, ওয়ার্ড সুপারভাইজার, স্প্রেম্যান ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।
]]>
১ সপ্তাহে আগে
২





Bengali (BD) ·
English (US) ·