খুলনায় মরা গরুর মাংসসহ গ্রেফতার ২

৩ সপ্তাহ আগে
খুলনায় বিক্রির জন্য আনা ৪ মণ ৩০ কেজি মরা গরুর মাংসসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে সোনাডাঙ্গা থানার গল্লামারী এম এ বারী সড়ক থেকে একটি পিকআপসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় খাদ্য নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।


গ্রেফতার ব্যক্তিরা হলেন—ঝিনাইদহ জেলার মহেশপুরের নিকারীপাড়া জলিলপুর এলাকার মো. মমিন এবং খুলনার আল আমিন মহল্লার বাসিন্দা তামিম হাওলাদার।
 

সোনাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে এএসআই মো. আলিম হোসেন চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। ওই সময় সন্দেহজনকভাবে একটি পিকআপ (নং ন-১১-১২৯০) প্রবেশ করলে থামিয়ে চালক মমিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। মমিন জানান, গাড়িতে গরুর মাংস রয়েছে। পরে দেখা যায়, ৪ মণ ৩০ কেজি মাংস অস্বাস্থ্যকরভাবে পলিথিনে রাখা। সন্দেহ আরও ঘনীভূত হলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন:  চোখ রাঙাচ্ছে করোনা: খুলনায় প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ

জিজ্ঞাসাবাদে মমিন জানায়, এসব মাংস চুয়াডাঙ্গা থেকে এনে তামিমের কাছে পৌঁছানোর কথা ছিল। পরে তামিমকে ডেকে এনে জিজ্ঞাসা করলে সে মাংসের মালিক হিসেবে চুয়াডাঙ্গার জীবননগরের সাহারেজ হোসেনের নাম প্রকাশ করে। 

 

পুলিশ জানায়, সাহারেজ হোসেন স্বীকার করেছেন, তার গরুটি বুধবার সন্ধ্যায় স্ট্রোক করে মারা যায়। এরপর তিনি সেটি জবাই করে ৬৩ হাজার টাকায় বিক্রি করেন এবং রাত ৩টার দিকে খুলনায় পাঠান।
 

তদন্তে উঠে আসে, এই চক্রটি বিভিন্ন এলাকা থেকে রোগাক্রান্ত ও মৃত গরুর মাংস সংগ্রহ করে খুলনা মহানগরের হোটেল-রেস্তোরাঁয় সরবরাহ করে থাকে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৩ সালের খাদ্য নিরাপত্তা আইনের ৫৮ তফসিলের ১৫ নম্বর ক্রমিকের ৩৪ ধারায় মামলা হয়েছে। জব্দ করা মাংসের এক কেজি নমুনা পরীক্ষার জন্য রাখা হয়েছে, বাকি অংশ আদালতের নির্দেশে ধ্বংস করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন