নির্বাচন কমিশনের প্রকাশিত সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, জেলায় মোট ভোটার সংখ্যা এখন ২০ লাখ ৭৯ হাজার ৪৪ জন, যা আগের তুলনায় প্রায় ৪ শতাংশ বৃদ্ধি। এর মধ্যে নারী ভোটার সংখ্যা এখনও পুরুষের তুলনায় কিছুটা বেশি রয়েছে। সম্প্রতি এ খসড়া তালিকা প্রকাশ করা হয়।
চলতি বছরের ২০ জানুয়ারি থেকে নতুন ভোটার নিবন্ধনের কার্যক্রম পরিচালনা হয়। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, হালনাগাদের আগে খুলনার ৯টি উপজেলা ও মহানগর এলাকায় ভোটার সংখ্যা ছিল ১৯ লাখ ৯৩ হাজার ৩১৮ জন। নতুন নিবন্ধনে ভোটার বেড়েছে ৮৫ হাজার ৭২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ৩৮ হাজার ২৮৬ জন, নারী ভোটার ৪৭ হাজার ৪৩৬ জন এবং হিজড়া ভোটার যুক্ত হয়েছেন ৪ জন।
আরও পড়ুন: খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি পেশ
সবশেষ তথ্য অনুযায়ী, খুলনায় পুরুষ ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ২৫১ জন এবং নারী ভোটার ১০ লাখ ৪৪ হাজার ৭৬৬ জন। তৃতীয় লিঙ্গভুক্ত ভোটার আছেন ২৭ জন। নারী ভোটারের সংখ্যাগত এই অগ্রগতি নির্বাচনে তাদের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলার প্রতিটি উপজেলায়ই নতুন ভোটার যুক্ত হয়েছেন উল্লেখযোগ্য হারে। এর মধ্যে ডুমুরিয়া উপজেলায় সবচেয়ে বেশি ১১ হাজার ৯৮৫ জন। যার মধ্যে পুরুষ ভোটার পুরুষ ভোটার ৫ হাজার ৫৩৪ জন আর নারী ভোটার ৬৪৫১ জন। এই উপজেলায় বর্তমানে ভোটার সংখ্যা ২ লাখ ৭৯ হাজার ৩৭৬ জন। উপজেলাগুলোর মধ্যে সবথেকে বেশী ভোটার এই উপজেলাতেই।
এরপরই পাইকগাছা উপজেলায় নতুন নিবন্ধিত ভোটার ৮ হাজার ২০১ জন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৭১০ জন আর নারী ভোটার ৪ হাজার ৪৯১ জন। পাইকগাছা উপজেলায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ১৯৩ জন।
আরও পড়ুন: হ্যান্ডকাফ নিয়ে পুলিশ সেজে ভয় দেখাতেন তারা, এবার ডিবির জালে ধরা
খুলনা মহানগর এলাকার মধ্যে সদর থানা এলাকায় ভোটার বেড়েছে ৮ হাজার ৩২৭ জন, সোনাডাঙ্গা ও খালিশপুর এলাকায় বেড়েছে ১০ হাজার ৩৮৭ জন।
নির্বাচন কর্মকর্তারা বলছেন, তরুণদের ভোটার হিসেবে নিবন্ধনের হার এবার বেশ ভালো। পাশাপাশি নারী ভোটারদের অংশগ্রহণও সন্তোষজনক। ডিজিটাল প্রক্রিয়ায় সহজেই নিবন্ধন করার সুযোগ থাকায় এবার অনেকেই স্বতঃস্ফূর্তভাবে তালিকাভুক্ত হয়েছেন।