মৃতরা হলেন: নগরীর বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭) এবং তোতা (৬০)। এ ছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে আক্রান্ত ৫ থেকে ৬ জন একসঙ্গে এক বাড়িতে অবস্থান করেন। শনিবার বিকেল পর্যন্ত মদপানে তাদের মধ্যে চারজন মারা যান। বিকেলে দুজনের মরদেহ সৎকারের সময় স্থানীয়রা মৃত্যুর কারণ জানতে চাইলে বিষয়টি সবার সামনে আসে।
এর আগে সকালেই মৃত একজনের মরদেহ খুলনায় সৎকার করা হয়, অপর একজনের মরদেহ পরিবারের কাছে বরিশালে পাঠানো হলে ওই মরদেহও সৎকার করা হয়।
আরও পড়ুন: আশাশুনিতে মদপানে দুই যুবকের মৃত্যু, অসুস্থ ৯
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার রেক্টিফাইট স্পিরিট (হাতে তৈরি মদ) জাতীয় অ্যালকোহল পান করেন ওই ছয়জন। পরে তারা পেট ব্যথার কথা বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু হয়। বিষয়টি মৃত ব্যক্তিদের পরিবার থেকে গোপন রাখা হয়। শনিবার সন্ধ্যার পর চারজনের মৃত্যুর ঘটনা জানাজানি হয়।
খুলনা মেট্টোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আবু তারেক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মদপানে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছি, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।