মৃত জোসনা কুন্ডু উপজেলার কুন্ডুপাড়া এলাকার বাসিন্দা ইন্দ্রজিত কুন্ডুর স্ত্রী।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, জোসনা কুন্ডু শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রোববার রাতে তিনি বাড়ির সামনের পুকুরে থালাবাটি পরিষ্কার করছিলেন। এ সময় বাড়িতে কেউ ছিল না। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে তাকে না পেয়ে চারিদিকে খুঁজতে থাকেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে এক পর্যায়ে পুকুরে ভাসমান দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: চাঁদপুরে মেঘনা নদীতে ভাসছিল নারীর মরদেহ
সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি