খুলনায় তিন প্রকল্প বাতিলের প্রতিবাদ নাগরিকদের

১ সপ্তাহে আগে
খুলনায় তিনটি প্রকল্প বাতিলের প্রতিবাদ ও বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। খুলনার প্রতি চরম বৈষম্য করা হয়েছে জানিয়ে রোববার (১৯ জানুয়ারি) দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুর কবীর বালু মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। এসময় দাবি, আদায়ে তিন দিনের কর্মসূচিও ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টা বরাবর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি, শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় খালিশপুর পিপলস্ চত্তরে মানববন্ধন ও শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে খুলনার সকল নাগরিক সংগঠন, পেশাজীবী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা। এসময় কমিটির নেতারা খুলনায় নভোথিয়েটার, জিয়া হল ও আধুনিক কসাইখানা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান।


সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামান লিখিত বক্তব্যে বলেন, খুলনায় ৫৫৩ কোটি টাকার নভোথিয়েটার প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়। একই সঙ্গে জিয়া হলের অবকাঠামো উন্নয়নে ১৫ শত কোটি টাকার প্রকল্প ও ৮৩ কোটি টাকার আধুনিক কসাইখানা নির্মানের সিদ্ধান্ত বাতিল হয়েছে। আমরা এই ৩টি প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।

আরও পড়ুন: দেশে রাজনৈতিক সংকট তৈরি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে: হেলাল

এ সময় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব এ্যাড.শেখ হফিজুর রহমান হাফিজ, সহ-সভাপতি মো. নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, মিজানুর রহমান বাবু, মো. খলিলুর রহমান, যুগ্ম মহাসচিব সরদার রবিউল ইসলাম রবি, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মনিরুল ইসলাম (মাস্টার), সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, শিক্ষা সম্পাদক বিশ্বাস জাফর আহমেদ, সংস্কৃতি সম্পাদক মো. হায়দার আলী, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, পরিবেশ বিষয়ক সম্পাদক শিকদার আব্দুল খালেক, কৃষি বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস মোল্লা, খন্দকার মোসাদ্দেক হোসেন বিলি, সালমা জাহান মনি, নাজমুল তারেক তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন