খুলনায় টগর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

১ সপ্তাহে আগে
খুলনার সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর টগর হত্যা মামলার প্রধান আসামি মো. মাসুম হাওলাদারকে (২৬) গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাব-৬ খুলনা ও র‌্যাব-১ ঢাকা’র যৌথ অভিযানে ২ সেপ্টেম্বর রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন শিলমুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত মাসুম হাওলাদার বরিশালের বাখেরগঞ্জ থানার বাংলাবাজার এলাকার বাসিন্দা। বর্তমানে সে খুলনার সোনাডাঙ্গা থানার সবুজবাগ গলিতে বসবাস করছিল।


র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে ভিকটিম ও আসামিদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে গত ১ আগস্ট রাতে আসামি মাসুম হাওলাদারসহ কয়েকজন সোনাডাঙ্গার বাদীর বাড়িতে ঢুকে মনোয়ার হোসেন টগরকে (২৭) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: খুলনায় গণপিটুনিতে যুবক নিহত


ঘটনার পর টগরের পিতা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যা গণমাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।


র‌্যাব জানায়, মামলার পর থেকেই আসামিদের ধরতে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছিল। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন