খুলনায় জগন্নাথদেবের রথযাত্রায় ধর্মীয় সম্প্রীতির বার্তা

১ সপ্তাহে আগে
নানা আয়োজনে খুলনায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকেলে বিভিন্ন স্থানে আলোচনা ও ধর্মীয় শোভাযাত্রার মধ্যে দিয়ে এ উৎসব পালিত হয়।

খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে নগরীর গোলকমনি পার্কে বিকেল ৪টায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠত হয়। পরে সন্ধ্যা ৬টায় রথযাত্রা বের হয়। ধর্মীয় এ শোভাযাত্রাটি ফেরিঘাট, শিববাড়ী মোড়, নিউমার্কেট হয়ে জোড়াগেট প্রেম কানন মন্দিরে এসে শেষ হয়। ১৫ দিন পর এই স্থান থেকে ফিরতি রথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।


এদিকে দৌলতপুর পাবলা বণিকপাড়ায় বিকেল ৩ টায় দৌলতপুর থানা রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। রথ যাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। উপস্থিত থাকেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এছাড়া খালিশপুর ও দৌলতপুর এবং খানজাহান আলী থানার বিএনপি'র ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: রাজশাহীতে রথযাত্রার বর্ণাঢ্য র‌্যালি

ধর্মীয় শোভাযাত্রাটি দৌলতপুর পাবলা বণিক পাড়া থেকে শুরু করে দৌলতপুর আকাঙ্ক্ষা টাওয়ার থেকে বিএল কলেজের পাশ দিয়ে পুনরায় পাবলা বণিকপাড়ায় যেয়ে শোভাযাত্রাটি শেষ হয়। হিন্দু ধর্মের সব নারী পুরুষ ও শিশু এ শোভাযাত্রা অংশগ্রহণ করেন।


রথযাত্রা উপলক্ষে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতির বার্তাও ছড়িয়ে পড়ে।

]]>
সম্পূর্ণ পড়ুন