মঙ্গলবার (১৭ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় জেলা প্রশাসক বলেন, সামনে জাতীয় নির্বাচন থাকায় ভোটকেন্দ্রগুলো সংস্কার করে দ্রুত ব্যবহার উপযোগী করে তুলতে হবে। পাশাপাশি, খুলনাসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা সমস্যাও দ্রুত সমাধানে পদক্ষেপ নিতে হবে।
তিনি জানান, ইতোমধ্যে শোলমারি পয়েন্টে উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প স্থাপন এবং স্লুইচগেটগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে আসন্ন এইচএসসি পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (খুলনা জোন) শিহাব করিম জানান, কোরবানির ঈদে নগরীতে তেমন বড় ধরনের অপরাধ ঘটেনি। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যেই উদঘাটন করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। নগরীতে পুলিশের টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: মেয়াদোত্তীর্ণ ও অবৈধ খাদ্য সংরক্ষণে খুলনায় জরিমানা
ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মো. রেজওয়ানুল হক বলেন, ডেঙ্গু ও করোনার নতুন ভ্যারিয়েন্টে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তাই সবাইকে মাস্ক ব্যবহারে সচেতন হতে হবে। খুলনা মেডিকেল কলেজ ও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে করোনা রোগীর জন্য আলাদা বেড প্রস্তুত রাখা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম জানান, কৃষকদের মাঝে নারিকেল, তাল, লেবুর চারা বিতরণ করা হবে। পাশাপাশি শাকসবজি ও আমন ধানের আবাদে এক কোটি ৫৫ লাখ ৫৭ হাজার ৩০০ টাকা প্রণোদনা প্রদান করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।