খুলনা সিটি করপোরেশনের বাজেট ঘোষণা: লক্ষ্যমাত্রা ৭১৯ কোটি টাকা

৩ সপ্তাহ আগে
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকা, যা গত বছরের তুলনায় আড়াইশ কোটি টাকা কম। তবে বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিটি করপোরেশন মিলনায়তনে বাজেট ঘোষণা করেন কেসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।

 

বাজেট ঘোষণা অনুষ্ঠানে মো. ফিরোজ সরকার বলেন, ‘এটি একটি উন্নয়নমুখী বাজেট। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নগর উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নেও গুরুত্ব দেয়া হয়েছে।’

 

আরও পড়ুন: খুলনার পার্কগুলোতে নেই খেলার পরিবেশ, শিশুরা যাবে কোথায়

 

তিনি আরও জানান, বাজেটে ডেঙ্গু মোকাবিলা, নাগরিক জীবনমান উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং উন্নয়নের জন্য নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া ২০২৫ সালের জুনে বেশ কিছু বড় প্রকল্প শেষ হওয়ার কারণে এবারের বাজেটের লক্ষ্যমাত্রা কম ধরা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন