খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি পেশ

৩ দিন আগে
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট থেকে নিজ খামার বটতলা বাজার পর্যন্ত বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (খুলনা সার্কেল) মো. জাকির হোসেনের কাছে স্মারকলিপি দিয়েছে খুলনা নাগরিক সমাজ ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদারের নেতৃত্বে স্মারকলিপি দেয়া হয়। এ সময় সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।


স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বটিয়াঘাটা উপজেলার জিরোপয়েন্ট থেকে নিজ খামার বটতলা বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বড় বড় গর্ত আর উঁচুনিচু ভাঙা রাস্তায় বর্ষা মৌসুমে পানি জমে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। যানবাহন বিকল হয়ে পড়ে থাকছে মাঝপথে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি খুলনা ও সাতক্ষীরাগামী হাজারো যাত্রী দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিদিন।

আরও পড়ুন: হ্যান্ডকাফ নিয়ে পুলিশ সেজে ভয় দেখাতেন তারা, এবার ডিবির জালে ধরা
 
নাগরিক সমাজের অভিযোগ, পূর্বের টেন্ডারে নিম্নমানের কাজ হওয়ায় অল্প সময়েই রাস্তার অবস্থা আরও নাজুক হয়ে পড়েছে। প্রায় এক বছর ধরে সড়কটির এ অংশ সম্পূর্ণভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়লেও এখনো কার্যকর কোনো সংস্কারকাজ শুরু হয়নি।


স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুবুর রহমান মুন্না, সাংবাদিক শাহীন হাওলাদার, অ্যাডভোকেট শেখ শাহাবুদ্দীন, মাওলানা ক্বারী মাহদী হাসান কাউসারি, অ্যাডভোকেট বাহালুল করিম এবং মো. ইমরান হোসেন প্রমুখ।


খুলনা নাগরিক সমাজ জানিয়েছে, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে সড়ক পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে এবং জনগণের ভোগান্তি বাড়বে।

]]>
সম্পূর্ণ পড়ুন