বুধবার (২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম নির্মাণকাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের মানসিক চাপ হ্রাস ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। শুধু একাডেমিক নয়, সমন্বিত মানবিক উন্নয়ন নিশ্চিত করতেই এই ব্যায়ামাগার।’
তিনি আরও বলেন, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি স্বাস্থ্যসচেতন পরিবেশ গড়ে তুলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান। আরও উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, নির্মাণ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. এনামুল কবীর, ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মো. পারভেজ এবং শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস. এম. জাকির হোসেন ও মঈনুল ইসলাম।
আরও পড়ুন: গবেষণায় বিশেষ অবদানে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন খুবির ৪ শিক্ষক
অনুষ্ঠান শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগ সূত্রে জানা গেছে, কটকা স্মৃতিস্তম্ভ সংলগ্ন খোলা জায়গায় ব্যায়ামাগারটি নির্মাণ হচ্ছে। এখানে ওয়াকার, প্যাডেল বাইক, চেস্ট প্রেস, পুল-আপ স্টেশনসহ বিভিন্ন শরীরচর্চার সরঞ্জাম থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, উন্মুক্ত এই ব্যায়ামাগার শিক্ষার্থীদের শরীরচর্চায় আগ্রহ বাড়াবে এবং স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা রাখবে।
]]>