খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজার ইন্তেকাল

২ সপ্তাহ আগে
হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ এবং দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান সাংবাদিক মামুন রেজা (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টায় নগরীর শান্তিধাম মোড়স্থ জাতিসংঘ শিশুপার্কে তার জানাজা অনুষ্ঠিত হবে।

 

তার পরিবার জানায়, নিজ বাসায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেকে রেখে গেছেন।

 

আরও পড়ুন: প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই

 

সাংবাদিকতা পেশায় তিনি ছিলেন একজন সম্মানিত ও পরিচিত মুখ। মামুন রেজা ছিলেন দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান এবং চ্যানেল ২৪-এর খুলনা অঞ্চলের প্রধান প্রতিবেদক। তিনি চারবার খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দুইবার খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

তার সহকর্মীরা জানান, মামুন রেজার মৃত্যুতে খুলনার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তিনি নবীন সাংবাদিকদের সহযোগিতা করতেন এবং পেশাগত আদর্শে দৃঢ় বিশ্বাসী ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন