মৃত ব্যক্তির নাম শেখ সাইফুল ইসলাম (৩৮)। কিডনি জটিলতা নিয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সাইফুল হাসপাতালে ভর্তি হন।
স্বজনরা জানান, রাতে অবস্থার অবনতি হলে একজন ওয়ার্ডবয়কে টাকা দিয়ে অক্সিনেজ দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু রোববার সকালে আব্দুর জব্বার নামের আরেকজন ক্লিনার (পরিচ্ছন্নতাকর্মী) সেই অক্সিজেন খুলে নিয়ে যায়। এ সময় রোগীর লোকজন বাধা দিলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে সে। অক্সিজেন খুলে নেওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে মারা যান সাইফুল।
মৃত সাইফুল খুলনার খান জাহান আলী থানার যোগিপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত শেখ ইসমাইলের ছেলে।
সাইফুলের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যা থেকেই সাইফুল বেশি অসুস্থ হয়ে পড়ে। অনেক চেষ্টা করে রাত ১টার পর তাকে অক্সিজেন দেওয়া হয়। সকাল ৭টার পর ওয়ার্ড ক্লিনার জব্বার (আউটসোর্সিং) আমার ভাইয়ের অক্সিজেন খুলে নিয়ে পাশের অন্য এক রোগীকে দেওয়ার জন্য নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই সাইফুল মারা যায়।
আরও পড়ুন: অ্যাম্বুলেন্স আটকে ছিনিয়ে নেয়া হলো রোগীর স্বজনদের টাকা!
তবে অক্সিজেন খুলে নেওয়ার কথা অস্বীকার করে আব্দুল জব্বার বলেন, আমি একজন মুমূর্ষু রোগীর জন্য তাদের কাছে থেকে অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে যাই। কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া রোগীর কাছ থেকে অক্সিজেন খুলে নেওয়া বা অন্য রোগীকে অক্সিজেন দেওয়া তার দায়িত্বের মধ্যে পড়ে কি না জানতে চাইলে কোনো উত্তর দেননি তিনি।
এ বিষয়ে হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদ বলেন, হসপিটালে অক্সিজেনের কোনো সংকট নেই, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আছে। মুমূর্ষু রোগীকে অক্সিজেন দেওয়া বা খুলে নেয়া ওয়ার্ড ক্লিনারের কাজ নয়। ক্লিনার যদি খুলে তা অবশ্যই অপরাধ। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।