রোববার (৫ অক্টোবর) দুপুরে আউটার লাইনে এ দুর্ঘটনা ঘটে।
দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আজাদ জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি বেতনা এক্সপ্রেসের যাত্রী ছিলেন। ট্রেনটি খুলনা থেকে মোংলা হয়ে বেনাপোলের দিকে যাচ্ছিল। পথে যাত্রীটি লাইনের পাশে থাকা খুঁটিতে মাথায় আঘাত পেয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: লিটনকে ঘুমের ওষুধ খাওয়ায় পুত্রবধূ, পরে বটি দিয়ে গলা কাটে ছেলে
নিহতের পরিচয় শনাক্তে খুলনা থেকে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।