তরুণীকে মারধরের ভিডিও আজ সোমবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ তাদেরকে আটক করে। মারধরের ঘটনাটি গত ১১ এপ্রিলের। তবে মারধরের শিকার ভুক্তভোগী ওই তরুণীর খোঁজ মিলছে না বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে রাতে বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে ঢাকার খিলগাঁও তালতলা এলাকায় আপন কফি হাউসের সামনে একজন নারীকে পিটিয়ে জখম করতে দেখা যায়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘটনার সঙ্গে জড়িত ‘আপন কফি হাউসে’র স্টাফ শুভ সূত্রধরকে আজ বিকেল ৪টায় রামপুরা থানা পুলিশ আটক করেছে।
আরও পড়ুন: নরসিংদীতে চাঁদা না দেয়ায় শ্রমিকদল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ
তবে রামপুরা পুলিশ দুজনকে আটকের কথা নিশ্চিত করেছে। এদিকে পুলিশের হাতে আটক হওয়া শুভ ও আলামিন দাবি করেছেন, ভুক্তভোগী ওই তরুণী আপন কফি হাউসে প্রায়ই এসে ডিস্টার্ব করত। ভুক্তভোগী তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন তারা।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, শুভ ও আলামিনের বক্তব্যের সত্যতা নিশ্চিত করার জন্য ভুক্তভোগী তরুণীকে খুঁজছি। কিন্তু আমরা তাকে পাচ্ছি না। তার মোবাইল নম্বর-বাসার ঠিকানা কিছুই পাওয়া যাচ্ছে না। আমরা খুঁজছি। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।