খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

২ সপ্তাহ আগে
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের চাপায় রুবেল হক নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত প্রায় পৌনে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

 

আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ প্রাণ গেল ৩ জনের

 

তিনি জানান, দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন রুবেল। খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রুবেল। পরে কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক।

 

রুবেলের বাড়ি সিরাজগঞ্জ সদরের কান্দারপাড় এলাকায় বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন