বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক শোকবার্তায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, খালেদা জিয়ার মৃত্যুতে চীনের নেতৃত্ব গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় তিনি খালেদা জিয়াকে স্বাধীনতার একনিষ্ঠ কান্ডারি এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিনির্মাণে অন্যতম প্রধান ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন।
আরও পড়ুন:বেগম জিয়ার মৃত্যুতে শোকবার্তা, কী বললেন নরেন্দ্র মোদি?
রাষ্ট্রদূত জানান, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পৃথক বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে গভীর শোক প্রকাশ করেছেন।
ইয়াও ওয়েন বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন। তার মনোবল, সাহস এবং নেতৃত্ব দেশবাসীকে অনুপ্রাণিত করেছে।
তিনি চীনা জনগণের একজন প্রিয় বন্ধু এবং দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করতে তার অবদান অনস্বীকার্য বলে জানান।
রাষ্ট্রদূত আরও বলেন, ‘চীনা জনগণ সবসময় তার কথা অত্যন্ত কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণ করবে।’
এছাড়া ‘কমিউনিস্ট পার্টি অব চায়না’ আগামীতেও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সঙ্গে তাদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে বলেও বলা হয় শোকবার্তায়।
এদিকে, চীনা রাষ্ট্রদূত আবারও গভীর সমবেদনা জানিয়ে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।
আরও পড়ুন:সংকট থেকে সংস্কার: বেগম খালেদা জিয়ার শাসনামলে রাষ্ট্রের বাঁকবদল
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের উন্নয়ন এবং চীন-বাংলাদেশ মৈত্রীর ক্ষেত্রে খালেদা জিয়ার অবদান যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।
]]>
২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·