খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে যা জানালেন জাহিদ হোসেন

১ মাস আগে
লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। পরিবারের সান্নিধ্যে বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। সুস্থ হওয়ার পর চিকিৎসকরা অনুমতি দিলেই বেগম জিয়া দেশে ফিরবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।


তিনি বলেন, এই মুহূর্তে তিনি (খালেদা জিয়া) তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। বাসায় থেকেই চিকিৎসা হচ্ছে তার। যেসব পরীক্ষা নিরীক্ষা করা দরকার সেগুলো মাঝেমধ্যেই করা হচ্ছে। বাসায় গিয়ে দেখে আসছেন চিকিৎসকরা।

 

আরও পড়ুন: দেশে ফিরতে সময় লাগছে বেগম জিয়ার, লন্ডন ছাড়লেন ব্যক্তিগত চিকিৎসক দল


বিএনপি চেয়ারপারসন কবে দেশে ফিরতে পারেন সাংবাদিকদের এমন প্রশ্নে ডা. জাহিদ বলেন, এখানকার চিকিৎসকরা যেদিন যাওয়ার জন্য পরামর্শ দেবেন বা উনারা যখন মনে করবেন যে বিদেশে থেকে দেশে ফেরত যাওার মতো অবস্থায় আছেন তখন ইনশাআল্লাহ তিনি বাংলাদেশে ফেরত যাবেন।

 

গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যে পৌঁছানোর পরপরই খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।


আরও পড়ুন: খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে আরও ২ বিশেষজ্ঞ চিকিৎসক


৭৯ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের জটিলতাসহ একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।


চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। পরের বছর দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাগারে যেতে হয় তাকে। কোভিড মহামারি দেখা দিলে আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে তাঁকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার সুযোগ করে দিলেও বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। তখন বিএনপির অভিযোগ ছিল খালেদা জিয়াকে সরকার গৃহবন্দি রেখেছেন।  ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর মুক্তি পান খালেদা জিয়া। তারপরই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন