মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে ইসহাক দার লেখেন, আগামীকাল (৩১ ডিসেম্বর) ঢাকায় খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।
এর আগে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র জানায়, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ইসহাক দারের বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় আসার কথা রয়েছে।
আরও পড়ুন: ৫ আগস্টের পরের ভাষণ দেখলেই বোঝা যায় বেগম জিয়া কেন আলাদা: ফারুকী
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
]]>
২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·