বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক উজ্জ্বল নাম—বেগম খালেদা জিয়া। যিনি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীই নন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, রাজনৈতিক সংগ্রাম ও আপসহীন নেতৃত্ব তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
৪১ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির হাল ধরে আছেন বেগম জিয়া। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ, দলকে আগলে রেখে প্রমাণ দিয়েছেন তার দৃঢ়তার। দুবার পূর্ণাঙ্গ একবার সংক্ষিপ্ত সময়ের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন বেগম জিয়া।
বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক ক্যারিয়ারও সংগ্রামমুখর। ১/১১-এর সময় তাকে কারাবন্দি করা হলেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে আপস করেননি তিনি। পরে আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির মামলায় কারান্তরীণ করা হয় বেগম জিয়াকে। দলটির নেতারা বলে থাকেন: দেশ ও রাজনীতি ছাড়তে হবে–কারামুক্তির এ শর্ত দিলেও আপস করেননি তিনি।
আরও পড়ুন: ৫ বছর পর হেঁটে ফিরোজায় ঢুকলেন খালেদা জিয়া
৫ আগস্ট রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পর মুক্তি পান বেগম জিয়া। এ ক্ষেত্রেও আপসহীনতার প্রমাণ দেন বিএনপির চেয়ারপারসন। দণ্ড হওয়া দুই মামলায় রাষ্ট্রপতির সাজা মওকুফ মেনে না নিয়ে আইনি লড়াইয়ের পথে হাঁটেন তিনি। পরে একে একে সব মামলা থেকে মুক্ত হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতনের মধ্যদিয়ে বেগম জিয়া হয়ে উঠেছেন এক প্রতীক—যিনি কখনও আপস করেননি নিজের বিশ্বাস ও দলের আদর্শের সঙ্গে।