শনিবার (৭ জুন) ঈদ উপলক্ষে স্থায়ী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে এমনটা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাতে ঈদের শুভেচ্ছা বিনিময়ে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের আসেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেনসহ শীর্ষস্থানীয় নেতারা।
আরও পড়ুন: ডিসেম্বরে নির্বাচন হলে জাতির জন্য ভালো হবে: ফখরুল
গৃহবন্দি থাকার সময় খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ হত না। তাই ঈদ উপলক্ষ নেত্রীর সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় তাদের কাছে একটি বিশেষ মুহূর্ত বলে উচ্ছ্বাস প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।