খাটের নিচে বিপুল পরিমাণ ফেনসিডিল, গ্রেফতার ১

২ সপ্তাহ আগে
সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন আমেরতল এলাকা থেকে ১ হাজার ৩৭ বোতল ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিলেটের একটি দল বুধবার (২৫ জুন) রাত ১০ টা ৫৫ মিনিটে সিলেটের কোম্পানীগঞ্জ থানার আমেরতল গ্রামে পলাতক ব্যক্তি মো: রমজান মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়িতে খাটের নিচে থাকা ৪টি প্লাস্টিকের বস্তার ভিতরে ১ হাজার ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

অভিযানের বিষয়টি টের পেয়ে সেখানে থাকা ৩ জনের মধ্যে ২ জন পালিয়ে গেলেও একজনকে ধরতে সক্ষম হয় র‍্যাব। গ্রেফতারকৃত মোঃ আবু মিয়া কোম্পানীগঞ্জের নতুন জীবনপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত সাদ আলীর ছেলে।

 

আরও পড়ুন: বরমচাল চা-বাগান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতি, তিনিই প্রথম

 

পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য গ্রেফতারকৃত এবং পলাতক অপরাধীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। 

 

গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া অপর ২ জনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

]]>
সম্পূর্ণ পড়ুন