খাগড়াছড়িতে যুবকের কবজি বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা

৩ সপ্তাহ আগে
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কালানাল গ্রামে মো. ময়নাল হোসেন ভুট্টু (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দুবৃর্ত্তরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালানাল গ্রামে এ ঘটনা ঘটে। আহত মো. ময়নাল হোসেন ভুট্টু পুলিশের তালিকাভুক্ত আসামি।

পুলিশ জানায়, অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখমসহ ভুট্টোর দুই হাতের কবজি পর্যন্ত কেটে ফেলে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

 

আরও পড়ুন: খাগড়াছড়িতে ৬ পর্যটককে অপহরণের চেষ্টা, বিএনপির ৪ নেতাকর্মী আটক

 

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, ‘মো. ময়নাল হোসেন ভুট্টু একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে পানছড়ি থানায় অস্ত্র, দস্যুতা, চুরির মামলাসহ ১২টি মামলা রয়েছে। কুপিয়ে কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন