এ ঘটনায় মেরুং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসানকে ক্লোজড করে বুধবার (২০ আগস্ট) সকালে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী ইন্টারনেট ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন জানান, এসআই নাজমুল তাকে বিনা খরচে লাইন দেয়ার প্রস্তাব দেন। এতে অস্বীকৃতি জানালে মঙ্গলবার বিকেলে ফাঁড়িতে ডেকে তাকে মারধর করা হয়। এসময় তার হাত গুরুতর জখম হয়।
আরও পড়ুন: বর্ষায় ঘুরে আসুন খাগড়াছড়ি: কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কত?
তবে অভিযোগ অস্বীকার করেছেন এসআই নাজমুল হাসান। জানা যায়, চার দিন আগে তিনি ওই ফাঁড়িতে যোগ দেন। ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভে ফাঁড়ির সামনে জড়ো হলে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
]]>