কিশোরীর পরিবারের পক্ষের আইনজীবী সৌরভ ত্রিপুরা বলেন, আসামিদের আমরা ৭ দিনের রিমান্ড ছেয়েছিলাম। কিন্তু বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত বুধবার (১৬ জুলাই) রাতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে অভিযোগে খাগড়াছড়িতে ৬ জনকে আসামি করে মামলা হয়। এ ঘটনায় ওই দিনই চারজনকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার ব্যক্তিরা হলেন আরমান হোসেন (৩২), ইমন হোসেন (২৫), এনায়েত হোসেন (৩৫) এবং সাদ্দাম হোসেন (৩২)। মামলার অন্য দুই আসামি হলেন মুনির ইসলাম (২৯) ও সোহেল ইসলাম (২৩)। তারা পলাতক আছেন।
আরও পড়ুন: খাগড়াছড়িতে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
বাকি দুই আসামি গ্রেফতার না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে খাগড়াছড়ি পুলিশ সুপার আরোফিন জুয়েল বলেন, মামলাটি আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছি। ঘটনার পরপরই চারজনকে আটক করা হয়েছিল। আশাকরি বাকি দুই আসামি দ্রুত ধরা পড়বে।
]]>