খাগড়াছড়িতে বিএনপির সদস্য ফরম পূরণ কর্মসূচি

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবু সমীরণ দেওয়ানের নেতৃত্বে খাগড়াছড়িতে বিএনপি‘র সদস্য ফরম পূরণ কর্মসূচি চলছে।

বুধবার (১১ জুন) জেলা শহরের ইয়ং স্টার ক্লাব মিলনায়তনে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য পুরুষোত্তম চাকমা (সোনা মাস্টার)।


বিএনপি নেতা মাহবুব ইসলামের পরিচালনায় সদস্য ফরম পূরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জ্ঞান বিকাশ কার্বারি, বিশিষ্ট শিক্ষাবিদ ঈশ্বর চন্দ্র চাকমা, জেলা কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি রণিক ত্রিপুরা, নব্বই দশক আন্দোলনের ছাত্রনেতা মো. জসিম উদ্দিন, মো. আব্দুল করিম, বিএনপি নেতা প্রিয় রঞ্জন খীসা, জেলা তৃণমূল দলের সাধারণ সম্পাদক বিদর্শী চাকমা, আর্য্য মিত্র হেডম্যান, সেলিম শিকদার প্রমুখ।

আরও পড়ুন: রাজশাহীর বিএনপির ২ নেতাকে আজীবন বহিষ্কার

অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বিএনপিই সরকার গঠন করবে। সুষ্ঠু ভোটের মাধ্যমে একমাত্র এই দলই ক্ষমতায় আসবে। তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। 


বক্তারা সমীরণ দেওয়ানের নেতৃত্বে খাগড়াছড়িতে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে বলেও উল্লেখ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন