খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে আনন্দ শোভাযাত্রা

৫ দিন আগে
সারা দেশের মতো খাগড়াছড়িতেও বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব শুভ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।

সুর আর আনন্দেও মুর্ছনায় বাঙালির হৃদয়ে আবারও নুতন করে বইবে অসাম্প্রদায়িকতার সুর। নববর্ষ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। 


আনন্দ শোভাযাত্রাটি বিভিন্ন বর্ণিল সাজে শহরের গুরুত্ব সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলসহ প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও পাহাড়ি বাঙালি বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন।

আরও পড়ুন: সাংগ্রাই উৎসবে রঙিন খাগড়াছড়ি শহর

শোভাযাত্রা শেষে খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন