খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাহিন্দ্রা, নারী যাত্রীর মৃত্যু

৩ সপ্তাহ আগে
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী মাহিন্দ্রা উল্টে পরমিলা ত্রিপুরা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় গাড়িতে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) রাতে মাটিরাঙ্গা উপজেলার পানছড়ি তবলছড়ি সড়কের বিরাশিটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত পরমিলা ত্রিপুরা মাইসছড়ি এলাকার গুজা ত্রিপুরার স্ত্রী। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

 

আরও পড়ুন: ভৈরবে বাড়ির সামনে বিকট শব্দে মোটরসাইকেল চালানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

 

স্থানীয়দের বরাতে জানা গেছে, নিহত পরমিলা ত্রিপুরা ডাকবাংলা এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল আলম জানান, নিহত এবং আহত সকলেই একই পরিবারের সদস্য। তারা মাইসছড়ি থেকে বড়নালের ডাকবাংলা এলাকায় যাচ্ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন