বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম রিঝুস চাকমা। তিনি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হওয়া ব্যক্তির নাম সিজন চাকমা (২২)। তিনি পানছড়ি উপজেলার তারাবন ছড়া এলাকার বাসিন্দা। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে যুবকের কবজি বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মঞ্জুরুল হক জানান, ঘটনাস্থলেই রিঝুস চাকমার মৃত্যু হয়েছে। আর সিজন চাকমার অবস্থা আশঙ্কাজনক।