খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা গুলিতে নিহত

৩ সপ্তাহ আগে
বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে রবিবার (১০ই নভেম্বর) এক ইউপিডিএফ নেতা দুর্বৃত্তদের হাতে খুন হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরণ চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পানছড়ি বাবুরপাড়া এলাকায় দুপুরের দিকে মিটন চাকমাকে গুলি করে হত্যা করা হয় । মিটন চাকমা ইউপিডিএফ-এর একজন সংগঠক ছিলেন। তিনি দীঘিনালা উপজেলাধীন উদোলবাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে। তিনি পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২২ সালের নভেম্বরে ইউপিডিএফে যোগ দেন। ইউপিডিএফের বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়। এর আগে ৩০শে অক্টোবর পানছড়ির লতিবান ইউনিয়নে দুবৃর্ত্তের গুলিতে তিন ইউপিডিএফ কর্মী মারা যায়। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকার প্রধান দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ১৯৯৭ সালে সরকারের সাথে শান্তি চুক্তি সাক্ষর করার পর ২৪ বছরের সংঘাতের অবসান হয়। কিন্তু জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার নেতৃত্বাধীন পিসিজেএসএস থেকে বেরিয়ে একদল তরুণ ১৯৯৮ সালের ২৬ জুন ইউপিডিএফ গঠন করে। ইউপিডিএফ শুরু থেকেই শান্তি চুক্তির বিরোধিতা করে আসছে। তবে ২০১৭ সালে দলটি উপদলীয় কোন্দলের শিকার হয় এবং একটি গ্রুপ মূল্য সংগঠন থেকে বেরিয়ে যায়।
সম্পূর্ণ পড়ুন