মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জরিচন্দ্রপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, রামগড় থানা পুলিশের একটি বিশেষ দল মঙ্গলবার ভোরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জরিচন্দ্রপাড়ায় অভিযান চালায়। এ সময় পুলিশ একটি মামলার সাজাপ্রাপ্ত ও তিনটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি সুবেল ত্রিপুরা প্রকাশ সজলকে গ্রেফতার করে। পরে পুলিশ তার বসতঘর তল্লাশি করে দেশীয় তৈরি একটি পিস্তল, একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করে।
আরও পড়ুন: দুর্গম পাহাড়ে কেএনএফের আস্তানায় অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সজল ইউপিডিএফের মূল গ্রুপের প্রধান চাঁদা কালেক্টর ছিলেন বলেও জানান পুলিশ সুপার।