খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফের চিফ কালেক্টর গ্রেফতার

১ দিন আগে
খাগড়াছড়ির রামগড়ে বিশেষ অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা জরিচন্দ্র পাড়া থেকে ইউপিডিএফের (পাহাড়ের একটি আঞ্চলিক দল) চিফ কালেক্টর সুবেল ত্রিপুরা প্রকাশ সজলকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জরিচন্দ্রপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।


খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।


পুলিশ সুপার জানান, রামগড় থানা পুলিশের একটি বিশেষ দল মঙ্গলবার ভোরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জরিচন্দ্রপাড়ায় অভিযান চালায়। এ সময় পুলিশ একটি মামলার সাজাপ্রাপ্ত ও তিনটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি সুবেল ত্রিপুরা প্রকাশ সজলকে গ্রেফতার করে। পরে পুলিশ তার বসতঘর তল্লাশি করে দেশীয় তৈরি একটি পিস্তল, একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করে।


আরও পড়ুন: দুর্গম পাহাড়ে কেএনএফের আস্তানায় অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


সজল ইউপিডিএফের মূল গ্রুপের প্রধান চাঁদা কালেক্টর ছিলেন বলেও জানান পুলিশ সুপার।

]]>
সম্পূর্ণ পড়ুন