পৌরসভার নির্ধারিত বাস স্ট্যান্ডে স্থান সংকোলন না হওয়ার অজুহাতে দীর্ঘদিন ধরে সড়কের দুইপাশ দখল করে রেখেছে বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন ও মালবাহী গাড়ি। ব্যস্ততম সড়কের দুইপাশে বাস-ট্রাকসহ বিভিন্ন গাড়ী দাঁড়িয়ে থাকায় প্রতিনিয়ত ভোগান্তির সম্মুখীন হচ্ছেন পথচারী ও সড়ক ব্যবহারকারীরা।
সরেজমিনে দেখা গেছে, খাগড়াছড়ির প্রবেশপথ থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টরের দখলে। সড়কের দুইপাশ দিয়ে যেখানে পথচারীদের হাটা-চলার কথা, সেখানে দিনের পর দিন অবৈধভাবে পার্কিং করে রাখা হচ্ছে বাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহন। শুধু তা নয়, পৌর শহরের মধ্যে অস্থায়ী বাস কাউন্টার থাকায় ব্যস্ততম সড়কে যানজট লেগে থেকে। এতে ভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া শহরজুড়ে ব্যাটারিচালিত টমটমের আধিপত্য রয়েছে বেশ। তাদের চলাচলে নেই কোনো নিয়ম শৃঙ্খলা। এসব পরিবহনের যত্রতত্র পার্কিং, ফুটপাত দখলসহ সড়কজুড়ে পরিবহন চলাচলে শৃঙ্খলা না থাকার কারণে একদিকে যেমন যানজটের সৃষ্টি হচ্ছে তেমনি নিত্য ভোগান্তিতে পড়ছেন সড়কে নিয়মিত চলাচলকারী, পথচারী ও শিক্ষার্থীরা।
এদিকে খাগড়াছড়িতে সড়কে নৈরাজ্যের জন্য ট্রাফিক বিভাগের গাফিলতিকে দুষছেন পথচারী ও ভুক্তভোগীদের অনেকেই। গাড়ি চালক ও পরিবহন সংশ্লিষ্ট লোকজন জানান বাস স্ট্যান্ড সম্প্রসারিত না হওয়া পর্যন্ত সমস্যা সমাধান সম্ভব নয় ।
আরও পড়ুন: খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাহিন্দ্রা, নারী যাত্রীর মৃত্যু
খাগড়াছড়ি ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর মো. সুমন জাহিদ বলছেন, প্রতিনিয়ত ট্রাফিক পুলিশ আইনগত ব্যবস্থা নিলেও থামানো যাচ্ছে না যত্রতত্র অবৈধ পার্কিং। নগরীতে অধিকাংশ বাণিজ্যিক ভবনে পার্কিং ব্যবস্থা ও পার্কি নিষেধাজ্ঞা না থাকায় সড়কে পার্ক করা হয় যানবাহন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরিফিন জুয়েল জানান, সড়কে সুশৃঙ্খলা ফেরানোসহ পার্কিং ও দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর নানা উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ।
খাগড়াছড়ি পৌর শহরকে যানজটমুক্ত করতে মাস্টারপ্ল্যান্ট গ্রহণের কথা জানিয়ে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের কথা জানিয়েছেন খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুল আরা সুলতানা।
খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম জানান, পর্যটন শহর হিসেবে খাগড়াছড়িকে যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে সম্মিলিত উদ্যেগ গ্রহণ করা হয়েছে।
কেবলমাত্র আশ্বাসই নয়; অবৈধ পার্কিং বন্ধ এবং গাড়িগুলোকে নির্ধারিত বাসস্ট্যান্ড ব্যবহারের দাবি দ্রুত বাস্তবায়ন দেখতে চান খাগড়াছড়িবাসী।