ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, ৪ জুন ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন হিনা ও রকি। বিয়ের পর শুক্রবার (১৩ জুন) ছিল হিনা খানের বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান।
দিনটি উদ্যাপনে নির্দিষ্ট ভেন্যুতে উপস্থিত হন আমন্ত্রিত অতিথিরা। কিন্তু অতিথিরা এসে দেখেন কোনো আয়োজন রাখেননি হিনা।
অতিথিদের হিনা জানান, দেশে মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর বর্তমান পরিস্থিতিতে বিয়ে উদ্যাপন অনুচিত। এরজন্য উপস্থিত সবার কাছে ক্ষমাও চান অভিনেত্রী।
একই সাথে অভিনেত্রী এও জানান, নতুন কোনো শুভ দিনে সবাইকে নিয়ে বিয়ে উদ্যাপন করার পরিকল্পনা রয়েছে তার। খুব শিগগিরই তারিখ ঘোষণা দেবেন।
আরও পড়ুন: কত টাকার সম্পত্তির মালিক সঞ্জয়, কারিশমার ছেলে-মেয়ে পাবে কত?
বর্তমানে স্তন ক্যানসারে আক্রান্ত হিনা খান। ক্যানসারের চতুর্থ পর্যায়ে রয়েছেন। নিয়মিত নিচ্ছেন কেমোথেরাপি চিকিৎসা। মরণ এ ব্যাধীর সঙ্গে যুদ্ধ করেই নতুন সংসার শুরু করেছেন। আগের মতো আবারও অভিনয়ে ফেরার ইচ্ছা রয়েছে জনপ্রিয় এ অভিনেত্রীর।
আরও পড়ুন: কারিশমার প্রাক্তন স্বামী সঞ্জয়ের মৃত্যুর কারণ জানা গেল
]]>