অচেনা হোক বা আপনজন, ক্ষমা করার পথটা কখনো দীর্ঘ, কঠিন, আবার কখনো পিচ্ছিলও হতে পারে। কিন্তু অসম্ভব নয়। গবেষণায় দেখা গেছে, ক্ষমা করার মানসিকতা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতির সঙ্গে সম্পর্কিত। অপর দিকে ক্ষমা করতে না পারা উদ্বেগ, হৃদ্রোগ, ডায়াবেটিস, বিষণ্নতাসহ নানা সমস্যার জন্ম দেয়। ক্ষমা আসলে নিজের শান্তির জন্য, যাতে রাতে নির্ভার হয়ে ঘুমাতে পারেন।