শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন এসব কথা বলেন তারা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলেন, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও আওয়ামী লীগের বিচার চায় না বিএনপি। এরইমধ্যে দলটি নিয়ন্ত্রণহীন হয়ে সারা দেশে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। সেই চাঁদার টাকা না পেয়েই নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগ মিয়াকে হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: চাঁদাবাজি ও সন্ত্রাস বিএনপির কাজের অংশ হয়ে দাঁড়িয়েছে: যুবশক্তি
এসময় জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেন, নতুন বাংলাদেশে আর কোন চাঁদাবাজদের ঠাঁয় হবে না।
বিএনপি সারা দেশে যে অপরাজনীতি শুরু করেছে তা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ভেঙে চুরমার করে দেয়া হবে বলেও জানান তিনি।
]]>